ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁর পত্নীতলায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
নওগাঁর পত্নীতলায় হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

নওগাঁ: নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে হেরোইনসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১৯ আগস্ট) সকালে র‍্যাব- ৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাগঞ্জ জেলার কছিম উদ্দিন টোলা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪০) এবং গিধনীপাড়া গ্রামের মোন্তাজ আলী মন্টুর ছেলে লিটন মিয়া (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলামের নেতৃত্বে পত্নীতলা উপজেলার ছাইতনলা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রাক্টরসহ দুইজনকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাক্টরের ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়া রাখা ৭২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার পত্নীতলা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।