গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী থেকে ৩ হাজার ৩৫০টি ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মামলায় অভিযুক্ত মাদক কারবারি শেখ শহিদুল ইসলাম আকাশকে (৩৩) আটক করেছে র্যাব-৬। এ সময় তার কাছে থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
আটক শহিদুলের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।
র্যাব-৬ জানায়, শুক্রবার (১৮ আগস্ট) রাতে মাদকের বেচাকেনা হবে এমন গোপন তথ্যের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ওই স্থানে র্যাবের অবস্থান টের পেয়ে পালানোর চেষ্টা করেন মাদক কারবারি শহিদুল ইসলাম।
পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৩৫০টি ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শহিদুলকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এফআর