ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পুকুর পাড়ে খেলতে খেলতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
পুকুর পাড়ে খেলতে খেলতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে রাফি (৬) ও সৌরভ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নে মতি মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু রাফি মতিমার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে ও সৌরভ একই এলাকার হাসমতের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শিশু রাফি ও সৌরভ বাড়ির পাশেই পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলতে খেলতে সবার অজান্তে তারা পুকুরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পরে স্থানীয়রা টের পেয়ে পুকুর থেকে শিশু দুইটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে বেলকুচি উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।