ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে মাছের পোনা অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
নড়াইলে মাছের  পোনা অবমুক্ত পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে

নড়াইল: নড়াইলে রুই মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নড়াইল শিশু পরিবার পুকুরে পোনা অবমুক্ত করার মাধ্যমে  অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা মাছ অবমুক্ত করেন নড়াইলে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামসহ সংশ্লিষ্টরা।  

অনুষ্ঠানে জেলা মৎস কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান জানান, নড়াইলে বিভিন্ন প্রাতিষ্ঠানিক উন্মুক্ত জলাশয়ে এই প্রকল্পের আওতায় চলতি অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অধিনে ১ হাজার ৭২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হবে। আমিষ ও মাছের চাহিদা পূরণে সরকার এই উদ্যোগ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।