ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের  প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রফিকুল ওই ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের তছলিম মিয়ার (পুকলু) ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে তরফ কামাল গ্রামের জনৈক মনোরঞ্জনের বাড়িতে কাজ করছিলেন রফিকুল। সন্ধ্যা নেমে এলেও জরুরি প্রয়োজনে কাজ চলমান ছিল। এসময় আলোর স্বল্পতা দেখা দিলে কাজের সুবিধার্থে তিনি বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।  

পরে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।