ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী চামেলীকে (২৪) হত্যার দায়ে স্বামী রাশেদুল ওরফে রাশদকে (৪৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. শাহাবুদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রাশেদুল ওরফে রাশদ ঝিনাইদহের শৈলকূপা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি তার স্ত্রী ঝিনাইদহের শৈলকূপা এলাকার লাল চাঁনের মেয়ে চামেলীকে নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসবাস করে আসছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সালাউদ্দিন সুইট বলেন, ২০০০ সালের ২ আগস্ট পারিবারিক কলহের জেরে  এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ভিকটিম চামেলীর ভগ্নিপতি শাহজাহান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালত নয়জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

কোর্ট পুলিশের পরির্দশক আসাদুজ্জামান বলেন, ২০০০ সালের একটি হত্যা মামলায় বিচার কাজ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৩
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।