ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু ও কালীগঞ্জ উপজেলায় দুই স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছেন।  

শনিবার (২৬ আগস্ট) সকালে হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রাম ও কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের আমজাদ মালিথার স্ত্রী মরিয়ম বেগম (৬০) ও তার মেয়ে তাসলিমা বেগম (৩৫) ও কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামের মজিবর রহমানের ছেলে আব্দুল হালিম (৫০)।

হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের আবুল কালাম আজাদ জানান, মরিয়ম বেগম নিজ ঘরের আরথিন তারে সঙ্গে  বিদ্যুতায়িত হন। বিষয়টি দেখতে পেয়ে তার মেয়ে তাসলিমা তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে মৃত্যু হয়।

অপরদিকে, জেলার কালীগঞ্জ উপজেলার ওই গ্রামের কৃষক আব্দুল আলিম গ্রামের গ্রামের মাঠে কাজ করতে যাচ্ছিল। পথে একটি পুকুরের পাড়ের তারে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ ও কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান দুজনই মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। এ ঘটনায় দুই থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।