ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উজিরপুরে টমটম থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
উজিরপুরে  টমটম থেকে পড়ে  দিনমজুরের মৃত্যু

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলায় টমটম থেকে পড়ে সুনিল হালদার (৬৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) দুপুরে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সুনিল উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বাঁশের তৈরি সাজি বাজারে নিয়ে বিক্রি করার জন্য সকালে বাড়ি থেকে বের হন সুনিল। এ সময় তিনি সাজিগুলো নিয়ে টমটমে ওঠেন। কিছুদূর যাওয়ার পর টমটম থেকে পড়ে গুরুত্বর আহত হন সুনিল।  পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বাংলানিউজকে জানান, কোনো অভিযোগ না থাকায় নিয়মানুযায়ী মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।