ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
বগুড়ায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কাভার্ড ভ্যানচাপায় নজরুল ইসলাম (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার হাতিবান্ধা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নজরুল জেলার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মহাস্থান থেকে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ফিরছিলেন নজরুল। পথে হাতিবান্ধা নামক স্থানে পৌঁছালে রংপুরগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।