ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে বাসচাপায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
গৌরনদীতে বাসচাপায় নারীর মৃত্যু

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী এলাকায় বাসের চাপায় নিগার সুলতানা (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালক আলাউদ্দিন কাজী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার আশোকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিগার আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের আকবর আলী হাওলাদারের মেয়ে। নিগার গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন তার অসুস্থ ননদকে দেখতে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা হাসপাতাল থেকে বের হয়ে ভ্যানে উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের আশোকাঠী ব্রিজের দক্ষিণপাশের ঢাল ওঠার সময় ঢাকাগামী অন্তরা পরিবহন ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিগারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক।

অপরদিকে মহাসড়কের আশোকাঠী ব্রিজের ঢালে এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ব্রিজের দুইপাশে গতিরোধক নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পোহাতে হয় যাত্রীদের।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বাংলানিউজকে বলেন, গতিরোধক নির্মাণের আশ্বাসে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করেছে বিক্ষোভকারীরা। বর্তমানে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।