ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাঠে মাছ মারা নিয়ে তর্ক, একজনকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৩
মাঠে মাছ মারা নিয়ে তর্ক, একজনকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় গোলক নগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আবু সাঈদ বিশ্বাস (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে ওই গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত আবু সাঈদ একই গ্রামের ওমর আলী বিশ্বাসের ছেলে।

গোলক নগর গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, মাঠে মাছ মারা-জাল পাতা নিয়ে একই গ্রামের শাহিনের সঙ্গে আবু সাঈদের তর্ক বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল শোরকি ও গ্রাম্য অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয়। পরে এ ঘটনায় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এছাড়া শাহীন বিশ্বাস ও বকুল কাজী নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন আছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।