ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাতে হাওরে ঝড়ে প্রাণ হারালেন জেলে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
রাতে হাওরে ঝড়ে প্রাণ হারালেন জেলে ফাইল ফটো

সিলেট: সুনামগঞ্জের মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নিখোঁজ জেলে নুরুল ইসলাম ওরফে করু মিয়ার (৪৭) লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলায় ছড়ার বিলে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের সামনের হাওর ছড়ার বিলে মাছ ধরতে যান নুরুল ইসলামসহ কয়েকজন।

এ সময় ঝড়ের কবলে পড়ে তাদের মাছ ধরার নৌকাটি ডুবে যায়। পরে তাদের চিৎকার শুনে আশপাশে থাকা জেলেরা ছুটে এসে অন্য সবাইকে উদ্ধার করলেও নুরুল ইসলাম নিখোঁজ থাকেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মশারি জাল মরদেহ উদ্ধার করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানে হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এনইউ/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।