ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে পদ্মায় নৌকাডুবে কৃষক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২৩
রাজবাড়ীতে পদ্মায় নৌকাডুবে কৃষক নিখোঁজ

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীতে নৌকাডুবে কুদ্দুস মণ্ডল (৫৮) নামে এক কৃষক নিখোঁজ রয়েছেন।  

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হাবাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজ কৃষক কুদ্দুস মণ্ডল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত উজির মণ্ডলের ছেলে।  

হাবাসপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আল-মামুন খান জানান, পদ্মা নদীর ওই পাড়ে চরে প্রতিদিন নৌকা নিয়ে কাজ করতে যান কৃষকরা। সোমবার সকালে একটি নৌকায় করে ১১ জন কৃষক নদী পার হওয়ার সময় ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে নৌকায় থাকা সবাই পারে উঠলেও নিখোঁজ হন কুদ্দুস মণ্ডল নামে এক কৃষক।  

জানা গেছে, তিনি সাঁতারও জানেন না। ঘটনার পর থেকেই স্থানীয়দের সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে কাজ করেছে। এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।  

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।