যশোর: যশোর শহরতলীর আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে ট্রেনের নিচে কাটা পড়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আরবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মইনুর রহমান বলেন, সকালে চাচা আমিরুল ইসলাম তার ভতিজা শিশু ইউসুফকে নিয়ে বাড়ির বাইরে বের হন। আমিরুল শিশু ইউসুফকে ধোপাখোলা রেলওয়ে ব্রিজের ওপর বসিয়ে রেখে পাশের জলাশয়ে শামুক কুড়াতে নামেন। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন চলে আসে। আমিরুল ট্রেন আসতে দেখে ছুটে গিয়ে শিশু ইউসুফকে রক্ষা করতে যায়। কিন্তু ইউসুফ ব্রিজের পর থেকে নিচে পড়ে যায় এবং আমিরুল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে আশেপাশের লোকজন ছুটে এসে শিশু ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শিশু ইউসুফের মরদেহ হাসপাতালে রয়েছে এবং আমিরুলের মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে রযেছে।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টাৎ, সেপ্টেম্বর ০৫, ২০২৩
ইউজি/এএটি