ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জাকার্তায় রাষ্ট্রপতির সঙ্গে আইওআরএ মহাসচিবের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
জাকার্তায় রাষ্ট্রপতির সঙ্গে আইওআরএ মহাসচিবের সাক্ষাৎ

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মহাসচিব ড. সালমান আল ফারিসি।

বঙ্গভবন প্রেস উইং জানায়, বুধবার (০৬ সেপ্টেম্বর) জাকার্তা কনভেনশন সেন্টারে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে আইওআরএ- এর মহাসচিব ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর এ সংগঠনের সার্বিক কার্যক্রম এবং কর্মপরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ সময় সফলভাবে আইওআরএ’র সভাপতির দায়িত্ব পালন করায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, সম্প্রতি বাংলাদেশের উন্নয়ন সারা বিশ্বের জন্য একটি চমক যা অনেক দেশকে উৎসাহিত করছে।

রাষ্ট্রপতি বলেন, আইওআরএ- এর উন্নয়নে বাংলাদেশ সব সময় কার্যকর ভূমিকা পালন করবে।

সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরাসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন সকালে আরও এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদনকারী তিনটি প্রতিষ্ঠানের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে তাদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামাদি উৎপাদনকারী প্রতিষ্ঠান PT Pindad, PT DIRGANTARA এবং  PT PAL তাদের সার্বিক কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে রাষ্ট্রপতির সামনে তুলে ধরেন।

এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ট্রেড পার্টনার হলো ইন্দোনেশিয়া।  

তিনি বলেন, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

দু'দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিগত কয়েক বছরে অনেক বেড়েছে এবং আগামীতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ার আরও সুযোগ রয়েছে।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতির সচিবরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এমইউএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।