ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনের ধাক্কায় খোরশেদ আলী (৯০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ১০টার দিকে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া টিপু সুলতান নামে এক পথচারী জানান, খিলগাঁও রেলগেট দিয়ে যাওয়ার সময় তিনি মানুষের একটি জটলা দেখতে পান। তখন সেখানে গিয়ে দেখেন, ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন। সঙ্গে সঙ্গে একটি সিএনজি অটোরিকশায় করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

এদিকে নিহত ওই ব্যক্তির স্ত্রী রাবেয়া বেগম জানান, তারা স্বামী-স্ত্রী খিলগাঁও রেলগেট এলাকায় ফুটপাতে থাকেন। খোরশেদ আলী ভিক্ষাবৃত্তি করে চলতেন। তাদের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলায়। সকালে রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে কমলাপুর গামী একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।