ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এডিসি সানজিদাকে রংপুরে বদলির খবর সঠিক নয়: ডিসি ফারুক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
এডিসি সানজিদাকে রংপুরে বদলির খবর সঠিক নয়: ডিসি ফারুক

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে এখন পর্যন্ত কোথাও বদলির আদেশ জারি হয়নি।  

তাকে রংপুরে বদলি করা হয়েছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে তা সঠিক নয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি বলেন, এডিসি সানজিদার বদলির বিষয়টি জানা নেই। তাকে রংপুর বদলি করার বিষয়ে এখন পর্যন্ত কোনো অর্ডার হয়নি। বদলি বিষয়ে কোনো আদেশের কপিও পাইনি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরখাস্ত হওয়া এডিসি হারুনকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। এরপরই সানজিদার বদলির বিষয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বদলি করা না হলেও এডিসি সানজিদাকে বর্তমান কর্মস্থল থেকে সরানো হতে পারে। বিসিএস ৩৩ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা রাষ্ট্রপতির এপিএস আজিজুল হক মামুনের স্ত্রী।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২৩
পিএম/ এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।