ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মুগদায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
মুগদায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু

ঢাকা: রাজধানীর মুগদা এলাকায় রবিন (২৭) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা যুবকরা বলছে, সে ছাদ থেকে পড়ে মারা গেছেন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিন ময়মনসিংহ  নান্দাইল উপজেলার মোরাকালা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।

পথচারী মো. ফরহাদ ও মো. নাহিদ জানান, মাণ্ডা হিরু মিয়ার গলিতে রাস্তায় আহত অবস্থায় পরে ছিলেন রবিন। তখন স্থানীয় কিছু লোকজন তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে বলে। তবে সেখান থেকে জানতে পেরেছি রবিন ছাদ থেকে পরে গেছে। এর বেশি আর কিছুই জানতে পারেনি আমরা।

খবর পেয়ে হাসপাতালে রবিনের চাচা মো. সোহাগ জানান, রবিন মুগদা মাণ্ডা ল্যাটকার গলিতে স্ত্রী হেপি আক্তার ও দুই সন্তানসহ ভাড়া থাকতেন। রবিন দৈনিক বাংলায় ফুটপাতে জুতার বিক্রয় করতো।  

তিনি আরও জানান, সন্ধ্যা সারে ৭টার দিকে দুই ছেলে রবিনের বাসায় খবর দেয় যে, রবিন ছাদ থেকে পরে গেছে তাকে হাসপাতালে নিয়ে গেছে। সংবাদে হাসপাতালে এসে রবিনের মরদেহ দেখতে পাই। রবিনের মৃত্যুর ব্যাপারে বিস্তারিত এখনো কিছুই জানতে পারেনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সম্পর্কে মুগদা থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।