ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই বছরের সাজা এড়াতে ৭ বছর পালিয়ে ছিলেন তিনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
দুই বছরের সাজা এড়াতে ৭ বছর পালিয়ে ছিলেন তিনি

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুই বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর ধরে পলাতক ছিলেন আসামি আশরাফুল ইসলামকে (৫২)।  

তবু শেষ রক্ষা হলো না, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে গাজীপুর চৌরাস্তা এলাকায় পুলিশের হাতে ধরা পড়লেন তিনি।

পরদিন (শুক্রবার) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

আশরাফুল ইসলাম উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা জানান, এক মামলায় আশরাফুলকে ২ বছরের সাজা দেন আদালত। তিনি আত্মসমর্পণ না করে দীর্ঘ ৭ বছর আত্মগোপনে থাকেন। গোপন সংবাদে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।