সাভার (ঢাকা): ধামরাই উপজেলায় বজ্রপাতে এক কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। গরু দুটির মধ্যে একটি গাভী অন্যটি ষাঁড়।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের কুশুরা গ্রামের জেলে পাড়া এলাকায় কৃষক নিতাই রাজবংশীর বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক জানান, সকালের দিকে গোয়ালঘরে গরু দুটি বাধা ছিল। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই বজ্রপাত হলে তার গাভী ও ষাঁড়ের মৃত্যু হয়।
তিন মাস আগে ধারের টাকায় চার পেয়েগুলো কেনেন রাজবংশী। ষাঁড়টি কিছুদিন পর বিক্রি করার পরিকল্পনা ছিল তার। দুটি গরু অন্তত দুই লাখ টাকায় বিক্রি করা যেত বলে জানান তিনি।
কুশুরা ইউনিয়নের ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, আমার এলাকায় ওই কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে কোনো সহযোগিতা লাগলে করা হবে।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৩
এসএফ/এমজে