ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে গাঁজাসহ চার কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
বরিশালে গাঁজাসহ চার কারবারি আটক

বরিশাল: জেলায় পৃথক অভিযান পরিচালনা করে পাঁচ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

এর আগে এদিন সকাল সাড়ে ৯টায় বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার বিশেষ অভিযানিক দল বাবুগঞ্জের চাঁদপাশার বটতলা বাজারে অভিযান পরিচালনা করে।

অভিযানে চাঁদপাশা ইউনিয়নের উত্তর রফিয়াদি এলাকার মো. জহিরুল হক ওরফে মিন্টু হাওলাদারকে (৩৬) এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চাঁদমারি এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকার মো. মিরাজ হোসেন (৩৮) ও মো. আরিফুল ইসলাম সুজনকে (৩৮) দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।

এছাড়া অপর এক অভিযানে বন্দর থানার বিশেষ অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার মো. কামরুল ইসলামকে (৪০) দুই কেজি গাঁজাসহ আটক করা হয়।

আটকদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।