ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ২০ কেজি ভারতীয় রূপাসহ নারী গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
দামুড়হুদায় ২০ কেজি ভারতীয় রূপাসহ নারী গ্রেপ্তার

চুয়াডাঙ্গা: জেলার দামুড়হুদায় প্রায় ২০ কেজি ভারতীয় রূপাসহ শাহানাজ খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (০২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে দামুড়হুদা বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শাহানাজ খাতুন বিষ্ণুপুর গ্রামের রুস্তম আলীর স্ত্রী।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা হয়। অভিযানে বিষ্ণুপুর গ্রামের রুস্তম আলীর বসত ঘরে সিমেন্টের বস্তা দিয়ে তৈরী বাজার করা ব্যাগের মধ্য থেকে ১৬টি বান্ডেলে ১৯ কেজি ৯৯৮ গ্রাম ভারতীয় রুপা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২০ লাখ ৬৪ হাজার টাকা।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, আটক নারীর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।