ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডা থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
বাড্ডা থেকে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকা থেকে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোস্তফাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (২ অক্টোবর) রাতে মেরুল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, রাজধানীর ডেমরা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোস্তফা। দীর্ঘদিন ধরে বাড্ডাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।