ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই সপ্তাহেও খোঁজ মেলেনি স্কুলছাত্র সিয়ামের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
দুই সপ্তাহেও খোঁজ মেলেনি স্কুলছাত্র সিয়ামের স্কুলছাত্র মো. জালিছ মাহমুদ সিয়াম: ফাইল ফটো

ঢাকা: দুই সপ্তাহেও খোঁজ মেলেনি স্কুলছাত্র মো. জালিছ মাহমুদ সিয়ামের। গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সিলেটের রুস্তমপুর অবাসিক এলাকা থেকে নিখোঁজ হয়।

এ বিষয়ে সিলেটের শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ কোনো সন্ধান দিতে পারেনি।

নিখোঁজ সিয়ামের চাচা শফিকুল ইসলাম জানান, বরিশালের উজিরপুর উপজেলার গাজিরপাড় গ্রামের মো. ফরিদুল ইসলামের ছেলে সিয়াম কয়েকদিন আগে সিলেটের রুস্তমপুর অবাসিক এলাকায় মামার বাড়িয়ে বেড়াতে গিয়েছিলো। ওইদিন সন্ধ্যায় বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও তাকে না পেয়ে শাহপরান (রহ.) থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। যার নং ১১৮৬। কিন্তু এখনো কোনো সন্ধান মেলেনি। অষ্টম শ্রেণির ছাত্র সিয়ামের বয়স ১৪ বছর, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যমলা, শারীরিক গঠন হালকা-পাতলা।

সিয়ামের কোনো সন্ধান পেলে ০১৭৭১৫৮৭২৭৫, ০১৯১৮৮৬২২৮৫, ০১৭৭০৪৯৬২৯৬ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
টিএ/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।