ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৮০০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২৩
ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৮০০

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও এক হাজার ৮০০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (০৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে এক হাজার ৮০০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫০৪ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ২৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ১৩৫ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তার মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৭১২ জন এবং সারাদেশের (ঢাকায় ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪১৩ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে একজন ঢাকায় এবং সারাদেশে আটজনের (ঢাকা সিটি ব্যতীত) মৃত্যু হয়।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকাতে ৬৭৫ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৩৮৯ জনের মৃত্যু হয়।

চলতি বছরের ০৬ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ১৮ হাজার ৬৬৪ জন। এর মধ্যে ঢাকায় ৮৬ হাজার ৯৯৭ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) এক লাখ ৩১ হাজার ৬৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট দুই লাখ আট হাজার ৬৭৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮৩ হাজার ৫৭০ জন এবং সারাদেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল এক লাখ ২৫ হাজার ১০৯ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারাদেশে মোট আট হাজার ৯২১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় দুই হাজার ৭৫২ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ছয় হাজার ১৬৯ রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এছাড়া চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯৫ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার চার শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২৩
আরকেআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।