ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বড় নৌকার ধাক্কায় ছোট নৌকা থেকে পড়ে শিশু জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
বড় নৌকার ধাক্কায় ছোট নৌকা থেকে পড়ে শিশু জেলের মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা নদীতে জেলে নৌকা থেকে পড়ে বেলাল হোসেন (১২) নামে এক শিশু জেলের মৃত্যু হয়েছে।  

রোববার (৮ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার মতিরহাট সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

 

সোমবার (৯ অক্টোবর) সকালে শিশু বেলালের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে নৌ-পুলিশ।  

বেলাল কমলনগর উপজেলার চরকালকিনি ইউনিয়নের চর শামছুদ্দিন গ্রামের খোরশেদ আলমের ছেলে।  

মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) আবু তাহের মিয়া বলেন, বেলাল অন্য জেলেদের সঙ্গে নৌকায় করে নদীতে মাছ ধরছিল। রাতের অন্ধকারে তাদের ছোট নৌকাটিকে অন্য আরেকটি বড় নৌকা ধাক্কা দেয়। এতে বেলাল নৌকা থেকে পড়ে নদীতে ডুবে যায়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।