পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদে অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আট কেজি ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। তবে এ সময় কেউ আটক হয়নি।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা, রুহিতা সংলগ্ন বলেশ্বর নদ থেকে এসব জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ১২ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ। এরই ধারাবাহিকতায় অভিযান চালানো হচ্ছে। শনিবার বলেশ্বর নদে অভিযানে চার হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও আট কেজি ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো পুড়ে ফেলা হয়েছে ও ইলিশগুলো এতিমখানা বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৩
এসআরএস