ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদোন্নতি পেয়ে এএসপি হলেন ২৬ পরিদর্শক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
পদোন্নতি পেয়ে এএসপি হলেন ২৬ পরিদর্শক

ঢাকা: বাংলাদেশ পুলিশের ২৬ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতি দেওয়া হয়।

এতে বলা হয়, পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ২২ জন ছিলেন বিভিন্ন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (নিরস্ত্র), বাকি চারজন ট্রাফিক পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন)।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন:
ডিএমপির আব্দুল মালেক, চট্টগ্রামের কেশব চক্রবর্তী, সিআইডির সেলিম হোসেন, এসবির আজিজুর রহমান সরকার, ডিএমপির তারেকুল ইসলাম, মাদারীপুরের মনোয়ার হোসেন চৌধুরী, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের এস এম ইকবাল আহমেদ, সিআইডির মো. শরীফুদ্দেীলা, নড়াইলের এস কে আব্দুল্লাহ আল সাঈদ, সিআইডির গাজী রুহুল ইমাম, এসবির মো. সৈয়দুজ্জামান, এসবির মোহাম্মদ সহিদ উল্যাহ।

খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের শেখ মো. জিয়াউল ইসলাম, জামালপুরের এম এম ময়নুল ইসলাম, আরএমপির মির্জা মো. আব্দুস ছালাম, বরিশালের মো. আলী আর্শাদ, ডিএমপির শহীদুল ইসলাম, সিআইডির রবিউল ইসলাম, এসবির মমিনুর রহমান, গাজীপুরের আমির হোসেন, পিবিআইর (যশোর) এ কে এম ফসিহুর রহমান, পিবিআইর নিজাম উদ্দিন, ডিএমপির ইয়াছিন আলম খান, ডিএমপির আলাউদ্দিন আল আজাদ, নওগাঁর বিকর্ণ কুমার চৌধুরী ও সিএসপির জহুরুল ইসলাম সরকার।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।