ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে রাস্তার পাশে মিলল ২টি তাজা ককটেল

চাঁপাইনবাবগঞ্জ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে রাস্তার পাশে মিলল ২টি তাজা ককটেল

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ডারাকাটা মোড়ে রাস্তার পাশ থেকে দুইটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের ডারাকাটা মোড় থেকে ককটেল দুইটি উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারি একটি সাদা স্কচটেপ ও একটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত একটি ব্যাগ থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়।  

এ বিষয়ে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।