ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
নগরকান্দায় ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার 

ফরিদপুর: চুয়াডাঙ্গার দর্শনা থেকে আমের খাঁচায় ফেন্সিডিল নিয়ে ফরিদপুরের নগরকান্দায় বিক্রি করতে এসে নাঈম রশিদ (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় খাঁচায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।  

গ্রেপ্তার নাঈম চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার কালিদাসপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (২৫ অক্টোবর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

ওসি মো. মিরাজ হোসেন জানান, দর্শনা থেকে ১৫টি আমের খাঁচার ভেতরে ২৪৫ বোতল ফেন্সিডিল নিয়ে নসিমনযোগে নগরকান্দার দক্ষিণকান্দা গ্রামে অবস্থান করছিল মাদক কারবারি নাঈম। খবর পেয়ে মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালিয়ে ওই তাকে গ্রেপ্তার করা হয়। এসময় নসিমনসহ মোট ২৪৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।  

তিনি আরও জানান, নাঈমের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্ট, অক্টোবর ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।