ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
ভৈরবে ট্রেন দুর্ঘটনা: চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ দুর্ঘটনায় মালবাহী ট্রেনের চালকসহ তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) রাতে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার এ তথ্য জানান।

ট্রেন দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় মালবাহী ট্রেনটির চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে আসামি করা হয়েছে। ট্রেন দুর্ঘটনায় নিহত নজরুল নরসিংদীর বেলাবো উপজেলার সররাবাদ গ্রামের দর্শন মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ট্রেন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন তাদের গাফিলতি আর অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। আর এ ঘটনায় এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নজরুলের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।  

এ ব্যাপারে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার জানান, মামলার পর পরই তদন্ত কাজ শুরু করা হয়েছে।

এর আগে, গতকাল সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় যাত্রীবাহী এগারো সিন্ধুর গোধূলী ট্রেনের সঙ্গে মালবাহী (কনটেইনারবাহী) একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

** ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৭

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।