ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে ২ জনের মৃত্যু ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ও পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাত ও শুক্রবার (২৭ অক্টোবর) সকালে দুর্ঘটনা দুটি ঘটে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এনায়েতুর রহিম (২২) নামে এক যুবক মোবাইলে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। রহিম ফুটবলার ও একই এলাকার রশিদ আহম্মদের ছেলে।  

অপরদিকে শুক্রবার সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় রিয়াজ উদ্দিন (১১) নামে এক শিশু গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রিয়াজ ওই এলাকার মো. শফিকের ছেলে।

তিনি আরও জানান, দুজনের প্রাণহানির ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।