ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হেমায়েতপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
হেমায়েতপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভার (ঢাকা): সাভারের হেমায়েতপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা জানা যায়নি।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর ইউটার্নের ভেতরে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুনের সূত্রপাত হয়।  

প্রতক্ষদর্শীরা জানান, হেমায়েতপুর ইউটার্নের ভেতরে দাঁড়িয়ে থাকা মৌমিতা পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে কোনো যাত্রী বা চালক ছিলেন না। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুত এসে বাসটির আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আজ ৯টা ২৮ মিনিটে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। স্থানীয়দের কাছে জানতে পেরেছি, বাসটি সকাল থেকে এই স্থানে দাঁড়িয়ে ছিল। রাতে হঠাৎ বাসটির ভেতর আগুন দেখতে পান আশপাশের লোকজন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানতে পারিনি। এ ঘটনায় কোনো হতাহত নেই।  

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এসএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।