ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডিবির পোশাকে বাসে আগুন, তাদের খুঁজছি: ডিবিপ্রধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
ডিবির পোশাকে বাসে আগুন, তাদের খুঁজছি: ডিবিপ্রধান

ঢাকা: পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পোশাক পরে যারা বাসে আগুন দিয়েছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (২৮ অক্টোবর) রাতে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির পোশাক পরে ডাকাতি করেছে, ডিবির পোশাক পরে ছিনতাই কাজে জড়িত; আমরা ওই ডাকাতদের গ্রেপ্তার করেছি। তেমনি আজকে যারা বলছে, যে আইন-শৃঙ্খলার পোশাক পরে অথবা ডিবির পোশাক পরে বাসে আগুন লাগিয়েছে, আমরা তাকে খুঁজছি।

তিনি বলেন, খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করব। আমি মনে করি, তারা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসব।

ডিবিপ্রধান আরও বলেন, পুলিশের অনেকগুলো গাড়িতে আগুন দেওয়া হয়েছে, দুটি সরকারি গাড়িতে আগুন দিয়েছে, কয়েকটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। তেমনিভাবে গাড়িতেও আগুন লাগিয়েছে। আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে সমস্ত অ্যাম্বুলেন্সগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা। যারা এই কাজগুলো করেছে, তারাই এখন হয়তো বা মনে করেছে, একটি পোশাক দিয়ে জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার যাবে৷ কিন্তু সেটা হবে না।

হারুন অর রশীদ বলেন, তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ওই বাসটা নয়, আরও যেই গাড়িগুলোতে আগুন দিয়েছে তারা একটি চক্র; যারা আইনশৃঙ্খলা নস্যাৎ করে বিভিন্ন গাড়িতে আগুন দিযেছে।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।