গাজীপুর: গাজীপুরের বিভিন্ন এলাকায় হরতাল সমর্থনে গাড়িতে অগ্নিসংযোগের ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা হরতালের প্রভাব পড়েছে গাজীপুরে।
সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা।
এছাড়া পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় চারটি বাস ভাঙচুর করা হয়। এছাড়া সকালে গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় থেমে থাকা একটি ড্রামট্রাকে অগ্নি সংযোগ করে হরতাল সমর্থনকারীরা।
এর আগে রাতে কালীগঞ্জে একটি মোটরসাইকেলে এবং গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।
এদিকে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হরতালের প্রভাবে সড়ক মহাসড়কগুলোতে নেই যাত্রীদের ভিড়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মেদ জানান, হোতাপাড়া এলাকায় একটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা। এছাড়া ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অল্প সংখ্যক যানবাহন চলাচল করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে চন্দ্রা মোড়সহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
আরএস/এসএএইচ