ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় হরতালবিরোধী মিছিলে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
কুমিল্লায় হরতালবিরোধী মিছিলে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

কুমিল্লা: কুমিল্লায় হরতালবিরোধী মিছিলে অংশ নিয়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মিছিলে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

 

তার নাম বিল্লাল হোসেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ৪নং ওয়ার্ডের সভাপতি তিনি।  
 
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন নাজিম।

তিনি বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিল্লাল হোসেন মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে কান্দিরপাড় আসেন। এ সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে ঢলে পড়েন তিনি। পরে তাকে নগরীর মুন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।