ঢাকা: রাজধানীতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রোববার (২৯অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এর আগে নিহত পুলিশ সদস্যের মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ পারভেজ ভুইয়া।
তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, মৃত পুলিশের মাথার পেছনে দুইটি কাটা জখম, কপালের বাম পাশে কাটা জখম, নাকে জখম, পিঠে, দুই হাতে নীলা ফোলা জখম রয়েছে। প্রাথমিক তদন্তে উল্লেখ করেন, পল্টন থানাধীন বক্স কার্লভাট রোডে ডিউটি করাকালীন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রমণ করে। এ সময় তারা ইট,পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে ভিকটিমকে লাঠি, রড, ইট দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এক পর্যায়ে তাকে হাসপাতালে নিয়ে গেলে মারা যান।
নিহত পারভেজের চাচাতো ভাই আতোয়ার রহমান জানান, তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চারকাটারি গ্রামে। বর্তমানে স্ত্রী রুমা আক্তার ও এক মেয়ে তানহা ইসলামকে নিয়ে শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকতো।
তিনি আরও জানান, ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তারা দুই ভাই ও এক বোন। বাবার নাম মুক্তিযোদ্ধা সেকেন্দার মোল্লা। বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনে জানাজা হয়। এরপর গ্রামের বাড়ি দৌলতপুরে আরেকবার জানাজা শেষে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এজেডএস/জেএইচ