ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
জয়পুরহাটে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার 

জয়পুরহাট: জয়পুরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের সদস্যরা। এর মধ্যে ৪১ জন বিএনপি ও পাঁচজন জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

 

রোববার (২৯ অক্টোবর) দুপুরে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে বিএনপির ৪১ জন ও জামায়াতের পাঁচজন নেতাকর্মী রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে জয়পুরহাট সদর থানার ২৫ জন, কালাই থানার তিনজন, পাঁচবিবি থানার ছয়জন, ক্ষেতলাল থানার পাঁচজন ও আক্কেলপুর থানার সাতজন।  

এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা হরতালে শহরের অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। তবে দূরপাল্লাসহ আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ থাকলেও শহরের প্রধান সড়কগুলোতে ইজিবাইক, সিএনজি ও মালবাহী ট্রাক চলাচল করেছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।  

হরতাল চলাকালে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের কাউকে মাঠে দেখা যায়নি। তবে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেনের নেতৃত্বে একটি হরতাল বিরোধী মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও জামায়াতের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।