ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

১১ দিনে ঢাকায় গ্রেপ্তার ২০১৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
১১ দিনে ঢাকায় গ্রেপ্তার ২০১৯ রাজধানীর মতিঝিলে পুলিশের অবস্থান। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: গত ১১ দিনে রাজধানীজুড়ে দুই হাজার ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৮ অক্টোবর সংশ্লিষ্টতায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

 

মঙ্গলবার (৩১ নভেম্বর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২১ অক্টোবর ৩১ জন, ২২ অক্টোবর ৪২ জন, ২৩ অক্টোবর ৪২ জন, ২৪ অক্টোবর ৮৫ জন, ২৫ অক্টোবর ১১১ জন, ২৬ অক্টোবর ২০২ জন, ২৭ অক্টোবর ৩৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন এবং ৩০ অক্টোবর ১৫৮ জন, সর্বশেষ ৩১ অক্টোবর (মঙ্গলবার) ১৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় মামলা দায়ের হয়েছে ৩৯টি।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
এসজেএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।