ফরিদপুর: ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এর আগে রং-বেরঙের বেলুন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন ঘোষণা করেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
এর পরেই মোটরসাইকেল শোভাযাত্রা ও মনোমুগ্ধকর ব্যান্ড পার্টির তালে তালে র্যালিটি ফরিদপুর পুলিশ লাইনস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ লাইন্সে এসে শেষ হয়। পরে পুলিশ লাইন্স ড্রিলশেড মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিসি মো. কামরুল আহসান তালুকদার।
ডিসি কামরুল আহসান তালুকদার বলেন, চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারত্ব বেড়েছে। সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং -এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। ’
এ সময় আলোচনা সভার সভাপতির বক্তব্যে এসপি মো. শাহজাহান বলেন, সমাজকে অপরাধ মুক্ত রাখতে পুলিশ ও জনতাকে একযোগে কাজ করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানাই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি প্রফেসর মো. শাহজাহান, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মোল্যা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মিজানুর রহমান, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই সরকার, সাংবাদিক পান্না বালা প্রমুখ।
এছাড়া এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং-এর সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।
সভা শেষে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে বিশেষ পুরস্কার দেওয়া হয় ফরিদপুরের কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সভাপতি প্রফেসর মো. শাহজাহানকে। এসময় কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উপলক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসককে সম্মাননা স্মারক দেওয়া হয়। শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়াকে পুরস্কার দেওয়া হয়। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কমিউনিটি পুলিশিং ডে’র সমাপ্তি টানা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৩
এসএম