ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনের রাজধানী

শাকিল আহমেদ ,স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনের রাজধানী অবরোধের প্রথমদিনে রাজধানীর শাপলা চত্বর এলাকা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা প্রথম ধাপে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষে রোববার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনে রাজধানীতে ঢিলাঢালা অবরোধ  পালিত হচ্ছে।

রাজধানীতে দুই একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়াই স্বাভাবিকভাবে চলছে অবরোধের প্রথম দিন।

ছবি: শাকিল আহমেদ

মালিক সমিতির ঘোষণার পরও অবরোধের প্রথম দিনে উল্লেখযোগ্য সংখ্যক ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। যাত্রী সংকটে বাস ছাড়তে পারছেন না বলে জানানো হচ্ছে কাউন্টারগুলো থেকে। যে কারণে মহাসড়ক ফাঁকা।

 

দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিনেই রাজধানীর সায়দাবাদ বাস বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কিছু কিছু বাস ছাড়ছে।

ছবি: শাকিল আহমেদ

অবরোধে জানমালের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশ ও বিজিবির কঠোর নজরদারি।

ছবি: শাকিল আহমেদ

অবরোধের মধ্যে অফিস খোলা থাকায় সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসাগরে সাইনবোর্ড এলাকায় অফিসগামী লোকের ভিড় ।

বিএনপি-জামায়াতের অবরোধ প্রতিহত করতে নারায়ণগঞ্জ রুটে আওয়ামী লীগের মোটরসাইকেলে মহড়া।

যাত্রাবাড়ীতে অবরোধ বিরোধী আওয়ামী লীগের অবস্থান ও মিছিল।

অবরোধের মধ্যে অফিস- ব্যাংক খোলা থাকায় মতিঝিল এলাকা ছিল স্বাভাবিক।

ছবি: শাকিল আহমেদ

অবরোধের মধ্যেও রাজধানীতে ফুটপাতে দোকান নিয়ে বসতে দেখা গেছে হকারদের। ক্রেতাও দেখা গেছে।  বেচাকেনা ছিল স্বাভাবিক।

ছবি: শাকিল আহমেদ

সকালে রাজধানীর বনশ্রীতে ছাত্রদলের সড়ক অবরোধ করে রাখে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।