ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ট্রাকচাপায় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
খুলনায় ট্রাকচাপায় যুবক নিহত ছবি: প্রতীকী

খুলনা: খুলনার ফুলতলায় ট্রাকচাপায় মিঠু মুন্সী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।  

সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

মিঠু ফুলতলার পয়গ্রামের আবু জাফর মুন্সির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে মিঠু তার নতুন মোটরসাইকেল চালিয়ে ফুলতলা বাজারের দিকে আসছিলেন। এ সময় থানা গেট পার হয়ে একটি ভ্যান ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যান। পরে পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হক বাংলানিউজকে জানান, মরদেহ নওয়াপাড়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।