ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
যশোরে ট্রেনের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত ইউপি চেয়ারম্যান শাহাজান আলী

যশোর: যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী (৬০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৭টার দিকে সৈয়দপাড়া নামক গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

তিনি গদখালী ইউনিয়নের বেনেয়ালী বাজারে বসবাস করতেন।

জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছিলেন শাহাজান আলী। সকালে তিনি সৈয়দপাড়া রেললাইনের ওপর দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন রেললাইনের পাশে চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশ ও স্থানীয়দের খবর দেয়।

নিহত ইউপি চেয়ারম্যানের আত্মীয় শাহীন হোসেন জানান, তিনি অসুস্থ ছিলেন। চোখে কম দেখতেন। সকালে হাঁটতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।  

এদিকে ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ জানান, সুরতহাল চলছে। তার শরীরে ক্ষত রয়েছে। পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ চেয়েছে। এজন্য তাদের বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, সকালে ট্রেনের ধাক্কায় চেয়ারম্যান শাহাজান আলীর মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশ দেখছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।