ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ট্রাকে আগুন

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মুরগির খাদ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ঝাঐল ওভার ব্রিজের পূর্ব পাশে ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ড্যানিশ কোম্পানির মুরগির খাদ্যবাহী ট্রাকটি ঝাঐল ওভার ব্রিজ এলাকায় পৌঁছালে তাতে আগুন দেয় অবরোধকারীরা। এর আগে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।  

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সামিউল আলম জানান, সকালে ট্রাকটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটির সামনের কেবিন সামান্য ক্ষতি হয়েছে এবং গ্লাস ভেঙে গেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।  

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।