ঢাকা: ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১২ দিনে রাজধানীজুড়ে ১ হাজার ৭৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সবশেষ বুধবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন, ৭ নভেম্বর ৬০ ও সর্বশেষ ৮ নভেম্বর ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৮ অক্টোবর ও পরবর্তী সহিংসতার ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মোট ১১৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলাতেই ১ হাজার ৭৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এমএমআই/এমজেএফ