ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে ওয়ার্ড কাউন্সিলর অফিসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
মিরপুরে ওয়ার্ড কাউন্সিলর অফিসে আগুন

ঢাকা: রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে আগুনের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মিরপুরের দারুস সালাম থানা এলাকার ঈদগাঁ মাঠের পাশে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৭টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে অফিসের কম্পিউটার ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।