ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

লালবাগে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
লালবাগে জাল নোট ও তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

ঢাকা: রাজধানীর লালবাগে এক লাখ ৯৫ হাজার টাকার জাল নোট ও তৈরির সরঞ্জামসহ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সহকারী কমিশনার (এসি) আশফাক আহমেদ বাংলানিউজকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (১০ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে লালবাগ থানার ভাতের গলি এতিমখানা স্টাফ কোয়ার্টাস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাবিল হোসেন, দ্বীন ইসলাম, আমির হোসেন ওরফে জয় ও গাজী সাব্বির মাহমুদ। অভিযানকালে তাদের কাছ থেকে এক লাখ ৯৫ হাজার টাকার জাল নোট, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত সিপিইউ, মনিটর, কী-বোর্ড, প্রিন্টার, কাটার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আশফাক আহমেদ জানান, লালবাগ থানার ভাতের গলি এলাকায় কতিপয় ব্যক্তি জাল নোট ক্রয়-বিক্রয় করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি টিম। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সম্পর্কে তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামিরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশে জাল টাকা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করতেন বলে স্বীকার করেছেন। তারা জাল নোট তৈরি চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় তাদের নামে লালবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।