ঢাকা: পোশাক কারখানার শ্রমিকরা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে ফের মজুরি বাড়ানো দাবিতে সড়ক অবরোধ করেছেন। তবে শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।
শনিবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর ১৩ নম্বরে পুলিশ কনভেনশন হলের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, যে বেতন মালিকরা নির্ধারণ করেছেন, তা দিয়ে আমাদের কিছু হবে না। আমাদের বেতন আরও বাড়াতে হবে এই দাবিতে আমরা রাস্তায় নেমেছি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বাংলানিউজকে বলেন, পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে দুপুরে রাস্তায় নেমেছেন। পরে বিস্তারিত জানানো হবে।
মঙ্গলবার (৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেন। অন্যদিকে শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমএমআই/আরআইএস