ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

লিচু গাছে ঝুলছিল গৃহবধূর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
লিচু গাছে ঝুলছিল গৃহবধূর মরদেহ ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় লিচু গাছে ঝুলন্ত অবস্থায় শাবানা বেগম (৪৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ধোপাপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাবানা ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ছাগল চরানোর কথা বলে বাড়ি থেকে বের হন শাবানা। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশী মফিজুরের লিচু বাগানের একটি গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পথচারীরা। এসময় তারা শাবানার বাড়িতে খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তাকে কেউ হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে না তিনি নিজেই আত্মহত্যা করেছেন সেটি এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা, না আত্মহত্যা। তবে তারা তদন্ত করছেন। কিছু পাওয়া গেলে পরে জানানো হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।