ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পানিতে ডুবে মুনতাসির আহম্মেদ তাসনিম (২) ও হাবিবা (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (১৮ নভেম্বর) সোনারগাঁয়ের পৌরসভা এলাকার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু আপন মামাতো ফুফাতো ভাই-বোন।

মৃত মুনতাসির ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ও অপর শিশু হাবিবা আক্তার রুপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে।

তাসনিমের বাবা মহিউদ্দিন জানান, সকালে দুই ভাই-বোন উঠানে খেলা করতে যায়। এর মাঝে কোনো এক ফাঁকে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় তারা। তাদের না পেয়ে আশ-পাশে অনেক খোঁজ করা হয়। পরে বাড়ির কাজের লোক পুকুরে ভাসমান অবস্থায় শিশুর মরদেহ দেখতে পায়।  পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।